উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন,’কে কখন বিজেপিতে যোগদান করবেন আমি জানি না। তবে আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কালীঘাটে পদ্ম ফোটাবেন। শুভেন্দুর অসম্ভব কিছু নেই। ততদিন আমরা অপেক্ষা করব।’
এরপর পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,’উনি অভিজ্ঞ, বরিষ্ট নেতা। কখন কী করবেন, তা উনি জানেন। তাছাড়া এটা ওদের পার্টির ভিতরের ব্যাপার।’
এরপর মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের জেলে ঢোকানোর পরামর্শ প্রসঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ এই নেতা সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ করতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’চিটফান্ড সংস্থার বিমানে উঠেছেন ও বেআইনি লগ্নির সংস্থার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন দিদিমনি। তাই ওকেই আগে গ্রেফতার করা উচিত।’
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পরিবারেও কী ফুটবে পদ্ম! আমি নিজেও জানি না- উত্তর কার্তিকের
বাগবাজারের অগ্নিকাণ্ড নিয়ে রাজেন্দ্র পার্কের চা-চক্রে দিলীপ ঘোষ বলেন,’এই ভয়াবহ অগ্নিকাণ্ডে চক্রান্ত হয়েছে কিনা তা সরকার তদন্ত করে দেখুক। আর সরকার এই আগুনে সর্বস্বান্তদের পাশে থেকে সব রকম সাহায্য করুক। এর আগেও এরকম আগুন কলকাতা সহ আশেপাশে লেগেছিল। সেগুলির তদন্ত চাপা দেওয়া হয়েছিল। এই অগ্নিকাণ্ড যেন তার ব্যতিক্রম হয়।’
আরও পড়ুনঃ এ যেন জতুগৃহ! বাগবাজারের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রী
পাহাড়ে তৃণমূল থেকে আরো পঁচিশ জন নেতা বিজেপিতে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,’টিএমসি পাহাড়ে ছিল না। এখনও নেই। অন্যের ঘাড়ে বন্দুক রেখে যারা রাজনীতি করেন, তাদের এই অবস্থা হয়। বিজেপিতে আরো নেতা পাহাড়ে যোগদান করতে চলেছেন। গুরুংপন্থী যে সমস্ত আছেন, তাঁরা বিজেপিতেই রয়েছেন। গুরুংকে জোর করে ঢোকানোর চেষ্টা চলছে।তবে পাহাড়ের উৎপাত সহ্য করবে না সেখানকার মানুষজন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584