এমব্রয়ডারির আড়ালে অস্ত্র কারখানার হদিশ,গ্রেফতার ২

0
101

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Weapon factory beside Embroidery
নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর জেলার পুলিশ কুলতলী থানার যৌথ উদ্যোগে নাপিতখালীর টেংরামিছি গ্রামে বিশাল বেআইনী অস্ত্র কারাখানার হদিশ পেয়েছে।

Weapon factory beside Embroidery
নিজস্ব চিত্র
Weapon factory beside Embroidery
নিজস্ব চিত্র

এমব্রয়ডারি এবং সেলাই মেশিন কারখানার আড়ালে বিগত দুবছর ধরে এই বিশাল অস্ত্র কারখানা চলছিল বলে জানা যায়।বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আজ বারুইপুর স্পেশাল অপারেশন টিম ও কুলতলী থানা উদ্যোগে কারখানায় হানা দেয়।

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক ভারতঃরিপোর্ট

Weapon factory beside Embroidery
নিজস্ব চিত্র

বিশাল পুলিশবাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে তখনও ভিতরে চলছিল অস্ত্র তৈরি।পুলিশ হাতেনাতে ওই কারখানার ভেতর থেকে আব্দুল রুহুল মোল্লা (৫২) এবং তার ছেলে আব্দুল কাহের মোল্লা(২৫) গ্রেপ্তার করে।এই কারখানা থেকে তিনটি সিঙ্গেল পাইপ গান, ৩টি ওয়ান সাটার।পাইপ গান,৬ টি লোহার পাইপ ব্যারেল,১৮ টি শর্ট পাইপ ব্যারেল টি এবং অসংখ্য স্প্রিং,১৪৬ রাউন্ড কার্তুজ,৫৫ রাউন্ড গুলি,প্রচুর পরিমাণে লোহার সরঞ্জাম,ড্রিল মেশিন, পালিশ মেশিন,হ্যাস্কো ব্লেট উদ্ধার করা হয় আগামীকাল তাদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে প্রশাসন সূত্রে জানা যায়।বিশদ জানার জন্য প্রশাসন সূত্রে তাদের নিজেদের হেফাজতে চাইবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here