গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
গতকাল সকাল থেকে উত্তরের জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। যার ফলে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের পার্বত্য জেলাগুলোতে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হবে। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা বিজেপি প্রার্থী অমূল্য মাইতির
বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ সহ দু’এক জায়গায়। সপ্তাহের মাঝামাঝি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584