নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আমপান তান্ডবে এখনও বিধ্বস্ত বাংলা এরই মধ্যে ভারী বর্ষণের পূর্বাভাস করল আবহাওয়া দফতর। রাজ্যের পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে বয়ে আসা মৌসুমী বায়ুতে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রয়েছে যার জেরে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে।
এই মেঘেই উত্তরের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে টানা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুনঃ আমপানের কোপে ক্ষতিগ্রস্ত বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বটবৃক্ষ
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মঙ্গল বুধবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। জানা গেছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584