মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পুজোয় আর জল-কাদা পেরিয়ে ঠাকুর দেখতে হবে না। ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে দুর্গাপুজো, অন্যদিকে নবরাত্রি। এই দুই উৎসবের কাঁটা হয়েছিল বৃষ্টি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। কয়েক দিনের মধ্যেই বাংলা সহ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র থেকে পাত্তারি গোটাতে চলেছে বর্ষা। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আপাতত গয়া, ডালটনগঞ্জ, ইন্দোর, মোতিহারি, গান্ধীনগর, অম্বিকাপুর, রাজকোট ও পোরবন্দরের উপর দিয়ে যাবে ঘূর্ণাবতটি। তাই এখন এই অংশগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা যায়।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বাংলা সহ বাকি রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নিলেও উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ায় সম্ভাবনা রয়েছে। যার জেরে ভারী বৃষ্টিপাত, এমনকি ঘূর্ণিঝড়ের মুখেও পড়তে হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিকে।
আরও পড়ুনঃ ষষ্ঠীতেও ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছিল, যে আগামী ১০ অক্টোবরের মধ্যে উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উত্তর ভাগে পৌঁছবে। যার জেরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, কর্নাটক, কোঙ্কন, কেরল, গোয়া, মাহে, মহারাষ্ট্র, পুদুচেরী ও তামিলনাড়ুতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584