শ্যামল রায়, বর্ধমানঃ
তাঁতশ্রী প্রকল্পের অধীনে উদ্বোধনের অপেক্ষায় পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার
ধাত্রীগ্ৰাম তাঁত হাট।
জেলার কালনা কাটোয়া মহকুমা জুড়ে লক্ষাধিক তাঁত শিল্পীর বসবাস। তার মধ্যে উল্লেখযোগ্য কালনা মহকুমার সমুদ্রগড় , শ্রীরামপুর, হাট শিমলা, গোয়ালপাড়া, নশরতপুর প্রভৃতি।
আরও পড়ুনঃ তাঁত বিহীন তাঁতিদের তাঁত বিলি রাজ্যসরকারের পক্ষ থেকে
এই এলাকার জন্য নির্মিত তাঁত হাট প্রায় শেষের দিকে।স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে এই তাঁত হাট তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল ৯৩ লক্ষ টাকা। সেই বরাদ্দ অনুযায়ী কাজ শেষের দিকে।
তিনি আরো জানিয়েছেন যে এই তাঁত হাটে দোকান হয়েছে উনিশটি এবং সেই দোকান গুলোতে ৬০ জন ব্যবসায়ী কেনাবেচা করতে পারবেন এছাড়াও শ্রীরামপুর এলাকাতেও তৈরি হয়েছে বাইশ দোকান বিশিষ্ট আরেকটি তাঁত হাট।জানা গিয়েছে বাইরেকার ব্যবসায়ীদের জন্য থাকছে গেস্টহাউসের ব্যবস্থা।শ্রীরামপুর গ্ৰামের তাঁত শিল্পী জয়দেব বসাক এই ধরনের উদ্যোগে খুশি।
বিধায়ক তথা মন্ত্রী স্বপনবাবু জানিয়েছেন যে আগামী মাটি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাট গুলোর উদ্বোধন করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584