মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
দর্শকের জন্য অ্যামাজন প্রাইম নিয়ে আসছে অ্যামাজন অরিজিনাল সিরিজ ব্রেথের বহু প্রতীক্ষিত নতুন অধ্যায়। ১০ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে মায়াঙ্ক শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’। সিরিজটি প্রযোজনা করেছে আবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার।
এই ওয়েব সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন, অমিত সাধ, নিত্যা মেনেন, সায়ামি খের-সহ আরও অনেককে। বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন এবং দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেতা নিত্যা মেনেন ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’-এর মাধ্যমে ডিজিটাল আত্মপ্রকাশ করবেন। সিরিজটির প্রতিটি চরিত্র তাঁদের নিজস্ব কাহিনি বলবে। কাহিনিসূত্রগুলি শেষ পর্যন্ত আকর্ষণীয়ভাবে একটি অপরটির সঙ্গে জড়িত। এই ওয়েব সিরিজটি লিখেছেন ভবানী আইয়ার, বিক্রম তুলি, আরশাদ সৈয়দ এবং মায়াঙ্ক শর্মা।
আরও পড়ুনঃ ডিপ্রেশনের ছবি, ফলাফল ফুটে উঠল ‘মিরর’-এ
প্রাইম সদস্যরা ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’এর সমস্ত পর্বগুলি দেখতে পারবেন স্মার্ট টিভি, মোবাইল ডিভাইস, ফায়ার টিভি, ফায়ার টিভি স্টিক, ফায়ার ট্যাবলেট, অ্যাপল টিভি ইত্যাদির জন্য প্রাইম ভিডিও অ্যাপটিতে যে কোনও জায়গায় যে কোনও সময়ে। প্রাইম ভিডিও অ্যাপটিতে প্রাইম সদস্যরা তাঁদের মোবাইল ডিভাইসটিতে এবং ট্যাবলেটগুলিতে পর্বগুলি ডাউনলোড করতে পারবেন এবং কোনও অতিরিক্ত মূল্য প্রদান ছাড়াই যে কোনও জায়গায় অফলাইনে দেখতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584