ওয়েব সিরিজে বীর নায়ক নেতাজি সুভাষ

0
154

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বড় পর্দায় একাধিকবার উঠে এসেছে বীর নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবননামা। বাদ পড়েনি ছোটপর্দাও। এবার বীর নায়কের জীবন ওয়েবে আসছে বাংলার দুই পরিচালক কিংশুক দে এবং প্রীতম সরকারের হাত ধরে।
চন্দ্রচূড় ঘোষ এবং অনুজ ধরের লেখা বই ‘কোনানড্রাম- সুভাষ বোস’স লাইফ আফটার ডেথ’-এর উপর ভিত্তি করেই গড়ে উঠবে ওয়েব সিরিজ ‘কোনানড্রাম- সুভাষ বোস’স লাইফ আফটার ডেথ’।

Conundrum | newsfront.co
বইয়ের প্রচ্ছদ

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রিলিজ করল এর পোস্টার। বীরনায়কের জীবনের বহু অজানা কাহিনি উঠে আসবে এই ওয়েব সিরিজে। ২০১৯-এ সৃজিত মুখার্জির হাতে নির্মিত ‘গুমনামী’তে নেতাজির ভূমিকায় দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবার কাকে এই চরিত্রে দেখা যাবে জানা যায়নি এখনও।

Kingsuk Dey | newsfront.co
কিংশুক দে, পরিচালক

নেতাজিকে নিয়ে রিসার্চ ওয়ার্ক করছেন অর্ণব জ্যোতি পাল। ডিজাইন এবং ক্রিয়েটিভ করেছেন শুভদীপ মুখার্জি। ডেমোক্রেটিক ইন্ডিয়ার নিবেদনে নবীন কুমার সাহা এবং রত্নেশ্বর চক্রবর্তীর তৎপরতায় আসছে এই ওয়েব সিরিজ। শুটিং শুরু হবে মার্চ মাসে।

আরও পড়ুনঃ উত্তরণের বার্তা নিয়ে আসছে সুজয় প্রসাদের ‘ক্রসিং ওভার’

পরিচালক কিংশুক দে জানান, “সেন্সরের কারণে বড় পর্দায় যা দেখানো সম্ভব হয় না তার সবই দেখানো হবে এই সিরিজে৷ বহু অজানা রাজনৈতিক ঘটনাবলী উঠে আসবে এখানে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here