চন্দ্রমুখী রাইমা

0
276

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’। এই সিরিজে পার্বতীর ভূমিকায় ধরা দেবেন মধুমিতা সরকার। দেবদাসের ভূমিকায় অর্জুন চক্রবর্তী।

Raima Sen | newsfront.co

দিনকয়েক আগে শোনা যাচ্ছিল চন্দ্রমুখীর ভূমিকায় ধরা দেবেন সোহিনী সরকার। কিন্তু তিনি তো এখন স্বেচ্চায় গৃহবন্দি।

Madhumita Sarkar | newsfront.co
পার্বতীর চরিত্রে মধুমিতা সরকার

তাঁর মেক আপ আর্টিস্ট করোনা পরীক্ষা করানোয় তিনিও ছুটি নেন শুটিং থেকে। শোনা যাচ্ছে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। তাঁকে নিয়েই নাকি দানা বাঁধবে রহস্য।

আরও পড়ুনঃ নেগেটিভ চরিত্রে মজা আছেঃ ভাস্বর চট্টোপাধ্যায়

Arjun Chakraborti | newsfront.co
দেবদাসের ভূমিকায় অর্জুন চক্রবর্তী

সূত্রের খবর অনুযায়ী এখানে দেবদাস মদ্যপ নয়। তাহলে সে কীরকম? ওদিকে এই গল্পে নাকি জড়িয়ে আছে একটি খুনের ঘটনাও। সুতরাং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমর প্রেমগাঁথা কী ভাবে থ্রিলারের পথ ধরে সেটাও দেখার বিষয়। আগামী মাসেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা এই সিরিজের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here