নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হইচই-তে ৯ জুলাই আসছে ওয়েব সিরিজ ‘দুজনে’। মুখ্য চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি, সোহম চক্রবর্তী। প্রথমবার ওয়েবে পা রাখছেন বড়পর্দার এই জুটি। শ্রাবন্তী এবং সোহমের দুজনে মিলে বড়পর্দায় কাজ অগণিত। এবার ওয়েবেও জুটি বাঁধতে চলেছেন তাঁরা। স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের।
ডাবল রোলে ধরা দেবেন সোহম। সোহম থাকবেন ভিন্ন দুই ইমেজে। খুন, রহস্য, তদন্ত ঘিরে থাকবে ‘দুজনে’তে। বাকিটা বলে দেওয়া ঠিক হবে না। সোহম, শ্রাবন্তী ছাড়া অন্যান্য সব চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, প্রমিতা ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, অদ্রিজা রায়, রাজদীপ গুপ্ত, অনিন্দিতা কপিলেশ্বরী সহ আরও অনেকে। সোহমের চরিত্রের নাম অমর, শ্রাবন্তীর নাম অহনা।
আরও পড়ুনঃ দেবশ্রী রায়কে ‘বাসি রসগোল্লা’ বলে সম্বোধন নেট নাগরিকের, প্রতিবাদে তোপ দাগলেন ভাস্বর
বড়পর্দার জুটি যখন ওয়েবে আসে তখন তা কেমন হবে তা এবার দেখার পালা। তৈরি থাকুন ৯ জুলাইয়ের জন্য৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584