Web Series: অগাস্টের ৬-তে ঘটবে ‘কালিম্পং ক্রাইমস’

0
252

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ক্লিক’-এর তরফে অগাস্টের উপহার ওয়েব সিরিজ ‘কালিম্পং ক্রাইমস’। একঝাঁক প্রখ্যাত ও প্রতিভাবান অভিনেতাকে দেখতে পাওয়া যাবে এই সিরিজটিতে। একইসঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্ত ও সৃজনী মিত্রের প্রথম ওয়েব সিরিজ এটি।

Srijani
ছবি: সংগৃহীত

‘কালিম্পং ক্রাইমস’ মূলত একটি সিনেমা তৈরির শুটিং-এর গল্পের প্রেক্ষাপটে অন্তর্নিহিত আরেকটি গল্প।রোমহর্ষক, ষড়যন্ত্র, ধারাবাহিক খুন ও তার সূত্র অনুসন্ধানমূলক সিরিয়াল কিলিং- এর তদন্ত কাহিনি বলা যেতে পারে।

Payel
ছবি: সংগৃহীত

গল্পের সূত্রপাত, একটি সিনেমার শুটিং দলের কালিম্পং পৌঁছানো নিয়ে। মনোরম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা কালিম্পং-এর কুয়াশাচ্ছন্ন ডেলোতে একটি  পুরনো ব্রিটিশ ট্যুরিস্ট লজ গল্পটির প্রাণকেন্দ্রে, যেখানে প্রখ্যাত অভিনেতা এবং কলাকুশলী সহ একটি চলচ্চিত্র প্রযোজনা ইউনিট এসে পৌঁছায়। আর সেখানেই একে একে মূল গল্পের বিভিন্ন চরিত্রের বহিঃপ্রকাশ কৌতূহলজনকভাবে চোখে পড়ে।

Trambak
ছবি: সংগৃহীত

এই দলে দুজন নায়িকা, একজন লম্পট প্রযোজক, প্রযোজকের এক বদ ও বখাটে  ভাই, একজন কেতাদুরস্ত নায়ক, একজন বেপরোয়া সিনেমাটোগ্রাফার, একজন বদ-মেজাজি পরিচালক, একজন ম্যানেজার, একজন স্ক্রিপ্ট লেখক, একজন খলনায়ক ও দুজন সহকারী পরিচালক রয়েছে। তাদের চরিত্র এবং বৈশিষ্ট্যগুলি একে একে গল্পে দেখানো হয়।

আরও পড়ুনঃ রানির সঙ্গে কানাডা যাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য

Brishti
ছবি: সংগৃহীত

এই সমস্ত  বিস্ময়কর প্রশ্নের উত্তর জানতে, কালিম্পং ক্রাইমসের প্রতিটি পর্ব দেখতে হবে! যা কালিম্পংয়ের কুয়াশাচ্ছন্ন পর্বতমালা এবং অপূর্ব সুন্দর তিস্তা নদীকূলে চিত্রায়িত। সিরিজের পরিচালক তপন সাহা। মুখ্য সহকারী পরিচালক অনিমেষ তরফদার। সিনেমাটোগ্রাফার অঙ্কিত সেনগুপ্ত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সম্পাদনায় কৌস্তভ সরকার, পোশাকে মেঘা চক্রবর্তী। বি.টি.এস এবং ফোটোগ্রাফিতে পার্থ প্রতিম ব্যানার্জি এবং রানা বসু ঠাকুর।

আরও পড়ুনঃ মানুষের জীবন রঙিন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আসছে নতুন শো ‘রিশতা’

Rana Basu Thakur
ছবি: সংগৃহীত

দেবলীনা দত্তকে দেখা যাবে সিআইডি তদন্তকারী  সায়নী ব্রহ্ম। ডাক্তার রায়চৌধুরীর ভূমিকায় অর্জুন চক্রবর্তী, নায়িকা সায়রার ভূমিকায় পায়েল মুখার্জি। নায়িকা মল্লিকার চরিত্রে সৃজনী মিত্র। নায়ক রাহুলের চরিত্রে ত্রম্বক রায়চৌধুরী। এছাড়াও রয়েছেন রানা বসু ঠাকুর, রাহুল বর্মন, ইন্দ্র, ইন্দ্রনীল ব্যানার্জি, সুমন্ত মুখার্জি, দেব কুমার মিত্র, বান্টি গোস্বামী, অমিত শ্রীমণি, পাপিয়া শেঠ, অশোক চৌধুরী, রাজ কুমার বর্মন, সহেলী মজুমদার প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here