চোখের সামনে ‘লালবাজার’

0
117

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বউবাজার এলাকায় মার্ডার হোক বা অন্তঃস্বত্ত্বা যৌনকর্মীর সুইসাইড কেস হোক, সবার আগে যেখানে ডাক পড়ে সেটা হল ‘লালবাজার’। এবার ঘরে বসেই লালবাজারের ব্যস্ততা দেখবেন দর্শক। মুন্সিগঞ্জে খুন হয়েছে গর্ভবতী যৌনকর্মী রুবিনা। আবার রবীন্দ্র সরোবরে ভেসে উঠেছে মৃত মানুষের নাড়িভুড়ি। একইসঙ্গে উত্তর কলকাতার এক সরু গলিতে আরও এক খুন।

LalBazar | newsfront.co

শহরের বুকে ঘটে চলা এরকমই কিছু অপরাধমূলক ঘটনা নিয়ে জি ফাইভে আসছে নতুন ওয়েব সিরিজ ‘লালবাজার’। ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মিত্র, সায়ন্তনী গুহ ঠাকুরতা, শান্তিলাল মুখার্জি, দেবপর্ণা চক্রবর্তী, কৌশিক সেন, সুব্রত দত্ত, বলিউড অভিনেত্রী হৃষিতা ভাট সহ আরও অনেকে। ওয়েব সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রঙ্গন চক্রবর্তী।

অপরাধমূলক ঘটনার পাশাপাশি এই ওয়েব সিরিজটিতে ফুটে উঠবে এক শহরে বহু জীবনের আনন্দ ও যন্ত্রণার গল্প। সম্প্রতি, মুক্তি পেয়েছে ‘লালবাজার’-এর ট্রেলার।

আরও পড়ুনঃ একাকিত্বের এক রোমাঞ্চকর গল্প ‘অ্যালোন’

সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিরিজের স্ট্রিমিং হওয়ার কথা ছিল এ বছরের শুরুতেই। কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়নি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আগামী ১৯ জুন থেকে জি ফাইভে শুরু হবে ‘লালবাজার’-এর স্ট্রিমিং। হিন্দি এবং বাংলা দুটো ভাষাতেই দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here