নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা রাজ্যে। কিন্তু তাই বলে কী বিয়ে হবে না? হল। করোনাকে জয় করেই চার হাত এক হল রায়গঞ্জে। বিয়ে হল একেবারে লকডাউনের নিয়ম মেনেই।
ধুমধাম করে না হোক, সরকারি বিধি নিষেধ মেনেই মুষ্টিমেয় কিছু আত্মীয়দের নিয়েই বিয়ে হয়ে গেল। তবে সেখানে ছিল না কোনো ব্যান্ডপার্টি। রীতিমতো সামাজিক দুরত্ব বজায় রেখে সুসজ্জিত ছাদনা তলায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বর-কনের চারহাত এক হল মঙ্গলবার রাতে।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
পাত্রী রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা ত্রিজা দাস এবং পাত্র রায়গঞ্জের ছত্রপুরের বাসিন্দা দেবব্রত দেবনাথ। একটি ছোট গাড়িতে মাত্র হাতেগোনা কয়েকজন বরযাত্রীদের নিয়ে রায়গঞ্জের বিসিরায় সরণীতে এনবিএসটিসি ডিপোর কাছে বিয়ের অনুষ্টান হয়েছে।
তবে সবার মুখেই ছিল মাস্ক। শুধু তাই নয়, ভবনে প্রবেশ গেটের সামনে রাখা হয়েছিল স্যানিটাইজার মেশিন। বিয়ের মন্ডপের চারদিকে সামাজিক দুরত্ব মেনে চলার জন্য লাল ফিতে বেধে তাতে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। বরযাত্রীদের আপ্যায়নে মিষ্টির প্যাকেটের সাথে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কও দেওয়া হয়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584