নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
লকডাউনে বাড়ি ফিরতে না পেরে মোবাইলে মেয়ের বিয়ে দেখলেন বাবা। কন্যাদান করলেন দাদু। এমনই ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রামের শক্তিনগর এলাকা। সরকারি বিধি মেনেই পালিত হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান।
শক্তিনগরের বাসিন্দা স্বপন বাবু ওয়ার্ধায় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। পরিযায়ীরা ঘরে ফিরলেও তিনি ফেরেননি। কারণ, যারা ফিরে গিয়েছেন, কারখানায় তাদের পুনর্বহালের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কারখানার একটি ইউনিট চালু রয়েছে। সেখানে ডিউটি করছেন স্বপনবাবু।
মেয়ের বিয়ের ঠিক হয়ে গিয়েছে। মঙ্গলবার বিয়ের দিনে হাজির থাকতে পারেননি। তাতে অবশ্য বিয়ে আটকায়নি। প্রযুক্তির দৌলতে ভিডিও কলিংয়ের সাহায্যে মেয়েকে দূর থেকেই সম্প্রদান ও আশীর্বাদ করলেন বাবা। স্বপনবাবুর অবশ্য নিজের অ্যান্ড্রয়েড ফোন নেই।
আরও পড়ুনঃ অজানার দেশে রিল লাইফের ‘ধোনি’, স্মৃতিচারণায় ভেঙে পড়লেন সত্যপ্রকাশ
পরিবার সূত্রে জানা গিয়েছে, শক্তিনগর এলাকার বাইশ বছরের পার্বতীর সঙ্গে এদিন বিয়ে হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পেটবিন্ধি বাসিন্দা দ্বীপ বেরার। দ্বীপ পেশায় ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের অস্থায়ী কর্মী। দ্বীপের সঙ্গে কয়েক বছর আগে পরিচিত হয় পার্বতীর। এরপর উভয় পরিবারের মধ্যে দেখাশোনা করে লকডাউনের আগে বিয়ের দিন ধার্য হয়। কিন্তু সব কিছু ওলোটপালট করে দেয় লকডাউন। তবুও ডিজিটালের দুনিয়ায় দূরে থেকেও মেয়ের বিয়ে দেখলেন বাবা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584