বিয়ের উপহারে পেঁয়াজ, লজ্জায় রাঙা নববধূ

0
95

পিয়ালী দাস, বীরভূমঃ

 

আর্থিক মন্দা ও দুর্মূল্য পেঁয়াজ এখন ভারতজোড়া সমালোচনা ও আলোচনার একমাত্র বিষয়বস্তু । কিন্তু পেঁয়াজ কখনো উপহারের বস্তু হতে পারে তা কখনো সাধারন মানুষ ভাবেনি। বিভিন্ন নবদম্পতিদের হাতে নতুন সংসার শুরু করার জন্য বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজনরা উপহারে তুলে দিচ্ছে পেঁয়াজের ট্রে।

pic | newsfront.co
উপহার। নিজস্ব চিত্র

ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়। বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ে এমন নানান ভিডিও বা মজাক শেয়ার হয়েছে ঝড়ের বেগে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিকে ব্যঙ্গ করতে কখনো টমেটোকে গহনা হিসাবে পরে পাকিস্তানে কনে বসেছেন বিয়ের পিঁড়িতে! কখনো আবার পেঁয়াজের দাম বৃদ্ধিকে ব্যঙ্গ করতে বাংলাদেশে তৈরি হয়েছে রক গান, কিন্তু বাস্তবে!

 

 

এমন ঘটনার সাক্ষী থাকল বীরভূম । যা দেখে রীতিমতো হাসির খোরাক কনের বাড়িতে। আর কনে, সেতো! লাজে মুখ ঢাকছে বন্ধুদের দেওয়া সেই উপহার দেখে। কিন্তু বন্ধুদের বক্তব্য, “দেখ ভাই, আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ইন্স্যুরেন্স করে তোর জন্য পেঁয়াজ কিনে নিয়ে এসেছি।” আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সেখানেও শুরু হয় হাসির খোরাক, ভিডিও ছড়িয়ে পরে ঝড়ের বেগে।

 

বীরভূমের সিউড়ি শহরের বারুইপাড়ার যুবক প্রতীক কর্মকারের সঙ্গে সেহরা পাড়ার প্রত্যুষা সাহার গত বুধবার রাতে বিয়ে হয়। প্রতীক স্টেট ব্যাঙ্ক কলকাতায় কর্মরত এবং প্রত্যুষা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিউড়ি শাখায় কর্মরত। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল লিজ ক্লাবে। সেখানেই প্রত্যুষার কয়েকজন বন্ধু মৃগাঙ্ক কর্মকার, সুমন্ত ঘোষ, শাহীন পারভীন বন্ধুকে উপহার দিতে উপস্থিত হয় ১ কেজি পেঁয়াজ নিয়ে। আর তা কনে বন্ধুর হাতে তুলে দিতেই বিয়ে মণ্ডপের আনন্দের মাত্রা যেন আলাদা রূপ পায়। উপস্থিত অতিথিরা পর্যন্ত প্রত্যুষার বন্ধুদের কর্মকাণ্ড আর কথা শুনে না হেসে থাকতে পারেননি।

আরও পড়ুনঃমেরামত শুরু বেহাল জাতীয় সড়কের

আর কনে এমন পেঁয়াজ উপহার দেখে লাজে মুখ লুকাচ্ছে তখন মৃগাঙ্ক ও তার বন্ধুরা আলাদা করে আরও একটি উপহার হাতে তুলে দিয়ে জানায়, “আর এটা তার সাথে এক্সট্রা”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here