ওয়েলকাম ইন্ডিয়া টু পাকিস্তান

0
84

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

poster | newsfront.co

এই করোনা আবহে হলে ছবি রিলিজ করার ব্যাপারে সব প্রযোজকই প্রায় দোটানায় ভোগেন। কেননা ছবিটি দেখতে হলে ক’জন আসবে কিংবা আদৌ আসবে কিনা তা ভেবে কপালে ভাঁজ পড়েই। তবু তৈরিও তো হচ্ছে একের পর এক ফিচার ফিল্ম। সেগুলির মধ্যেই আরও একটির সংযোজন- অলোক রায় পরিচালিত ছবি ‘ওয়েলকাম ইন্ডিয়া টু পাকিস্তান’।

shoot | newsfront.co

গল্পের কেন্দ্রে রয়েছে অলি নামে একটি মেয়ে। মেয়েটির আসল নামও অলি। সে প্রাণোচ্ছল একটি মেয়ে। সেই প্রাণোচ্ছল মেয়ের জীবনের ছন্দ কাটে যখন তার মনে পড়ে নিজের বাবার কথা, বাবা-মায়ের প্রতি অত্যাচারের কথা। অলি তার জেলে বন্দি থাকা বাবাকে ফিরে পেতে ছোটে পাকিস্তানে। সে কি ফিরে পাবে তার বাবাকে? এই প্রশ্নের উত্তর দেবে এই ছবি।

movie shooting  | newsfront.co

advocate | newsfront.co

বিভিন্ন চরিত্রে রয়েছেন সাগ্নিক চ্যাটার্জি, অলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল বর্মন, দোলন রায়, সুমিত গাঙ্গুলি, দ্রোণ, প্রেমজিত, মৌসুমী এবং শান্তনু চক্রবর্তী। কাহিনি লিখেছেন প্রাণতোষ চক্রবর্তী। চিত্রনাট্য ও সংলাপ পার্থ মিত্র এবং অলোক রায়।

আরও পড়ুনঃ সমাজের নানা স্তরের মানুষদের নিয়ে ২০২১-এর নতুন ক্যালেন্ডার

film shooting | newsfront.co

film shooting | newsfront.co

আরও পড়ুনঃ বাদল সরকারের নাটক অবলম্বনে নবীন পরিচালকের ‘শহরের উপকথা ’

চিত্রগ্রহণে দেবাশিস রায়। সম্পাদনায় সুমিত মণ্ডল। আবহে সতীশ নায়েক। সঙ্গীত পরিচালনায় সৌমিত্র কুণ্ডু। গীতিকার পার্থ মিত্র। শব্দ পরিকল্পনায় বিশ্বদেব ব্যানার্জি। শিল্প নির্দেশনায় শতদল মিত্র। গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ওলি চক্রবর্তী, রাজেশ কুণ্ডু। দর্শক দরবারে আসবে খুব তাড়াতাড়ি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here