ওয়েস্ট বেঙ্গল আর্টিস্টস ফোরামের মানবিক আবেদন

0
215

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনার প্রকোপে কবে আমরা নিশ্চিন্তে ঘর থেকে বেরোতে পারব, বেরিয়ে অফিস-কাছারি, শুটিং ফ্লোর কিংবা যে যার কর্মস্থলে যেতে পারব কেউ জানি না।অধিকাংশ মানুষ আজ ভুগছেন আর্থিক কষ্টে।

artist foram | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার, প্রথম সারির অভিনেতা, খেলোয়াড়, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন। একইভাবে ওয়েস্ট বেঙ্গল আর্টিস্টস ফোরাম’ও নিজের সাধ্যমতো এগিয়ে এসেছে সরকারের পাশে।

letter | newsfront.co
আবেদনপত্র। নিজস্ব চিত্র

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের কলাকুশলীদের জন্য ৩ লক্ষ টাকা, থিয়েটারের কলাকুশলীদের জন্য ১ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ৩ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ দেশজুড়ে চলছে লকডাউন, অনলাইনে নাচ শেখাচ্ছেন নৃত্যশিল্পী রঞ্জন কুমার দাস

কিন্তু কলাকুশলীদের পাশাপাশি সেই সব অভিনয়কর্মীদের কী হবে যারা লিড চরিত্রটিকে জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করেন? তাঁরা স্বল্প পরিচিত হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তাঁদের পারিশ্রমিক বেশ কম।

বলতে দ্বিধা নেই, আর্টিস্টস ফোরামের এহেন সদস্য সংখ্যা ২০০০। দিন মজুরের ১০০ দিনের কাজ নিশ্চিত থাকলেও এঁদের কাজের কোনও নিশ্চয়তা নেই। এঁদের পাশেও দাঁড়ানো প্রয়োজন বলে মনে করে আর্টিস্টস ফোরাম৷ তাই এঁদের জন্য ৫ লক্ষ টাকার একটি মানবিক তহবিল গঠন করা হয়েছে ফোরামের তরফে।

ইতিমধ্যেই অর্থ সংগ্রহ করা শুরু হয়েছে। প্রয়োজনের তুলনায় এই টাকার অঙ্ক খুবই কম বলে মনে করে ফোরাম। তাই বিভিন্ন সংবেদনশীল মানুষের কাছে সাধ্যমতো সাহায্য করারা আবেদন জানানো হয়েছে ফোরামের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here