শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ বেলা একটার সময় দক্ষিণ দিনাজপুর জেলা বংশিহারি ব্লকের বুনিয়াদপুর ফুটবল ময়দানে বুধ ভিত্তিক কর্মী সভা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই জনসভা ঘিরে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ফুটবল ময়দানে। শুরুতে ময়দান ভর্তি না হলেও। পড়ে ময়দান ভরতে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের আগমনে।
তিনি নাম না করে বিজেপি অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করে বলেন, যারা ভরা সভা থেকে গদ্দার কে গলি মারো এই বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন সে বিষয় তিনি পুলিশ প্রশাসন কে নজর দিতে বলেন। এছাড়া তিনি জেলার বাম এবং কংগ্রেস বিজেপির সাথে হাত মিলিয়ে লোক সভা ভোটে জিতেছেন বলেও মন্তব্য করেন।
শুধু তাই নয় কর্মীদের উদ্দেশ্যে জানান বুথ থেকে জেলার সব কর্মীর খবর তিনি কলকাতা থেকে পেয়ে থাকেন। কিছু খবর পেলে তিনি ব্যবস্থাও নিতে পারেন খুব সহজে।
আরও পড়ুনঃ ডিজিটাল মুদ্রার উপর রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞা তুলে দিল সুপ্রিম কোর্ট
বক্তব্যের শুরুতে তিনি বলেন ২০২১ এর ভোটকে কেন্দ্র করে তিনি এই জেলায় আসেননি, তিনি এসেছেন জেলার বুথ কর্মীদের নিয়ে এক ভাবে কাজ করতে। আগামী ৩ দিনের মধ্যে জেলার প্রতিটি ব্লকে ব্লকে কর্মীদের উদ্দেশ্যে জানান সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ছি ছি স্লোগান তুলতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584