কোচবিহারে ক্যাজুয়াল কলেজ কর্মীদের বিক্ষোভ

0
43

মনিরুল হক, কোচবিহারঃ

স্থায়ীকরণ ও ৬০ বছর পর্যন্ত চাকুরির নিশ্চয়তা দেওয়ার দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ ইউনিয়ন। আজ কোচবিহার কলেজের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ওই সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘ ৮/৯ বছর ধরে তাঁরা বিভিন্ন কলেজে কর্মরত রয়েছেন।

বিক্ষোভ কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

কিন্তু তাঁদের বেতন ২ থেকে ৮ হাজার টাকার মধ্যে। বাম সরকারের আমল থেকে তাঁরা বঞ্চিত হয়ে রয়েছেন বলে অভিযোগ। ভেবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসে তাঁদের দাবি গুলো মেনে নেবেন। কিন্তু আজ পর্যন্ত সেটাও হয় নি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ টোল প্লাজার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

ওই সংগঠনের রাজ্য কমিটির নেতা মেহেবুব ইলাহি বলেন, “আমাদের দাবি না মানা পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন থেকে তার কাজ শুরু করা হল। আজ কোচবিহার কলেজের সামনে বিক্ষোভ অবস্থান করা হল। এরপর বিভিন্ন কলেজে এই কর্মসূচি চলবে। উত্তরবঙ্গের কলেজ গুলোতে কর্মরত ক্যাজুয়াল স্টাফদের নিয়ে উত্তরকন্যা অভিযান করা হবে। এরপর গোটা রাজ্যের কলেজের কর্মীরা কলকাতার রাজপথে জমা হয়ে প্রকাশ্যে মৃত্যুবরণ করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here