মনিরুল হক,কোচবিহারঃ
এক কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে। অভিযোগ ওই কর্মীকে হঠাৎ করে স্থানান্তর করা হয়।
এই কারণে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুমের সামনে অবস্থান শুরু করে কর্মচারী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ।
এই মঞ্চের কোচবিহার জেলা সভাপতি দেবাশীষ সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করে সম্পূর্ণ অনৈতিক ভাবে আমাদের এক সদস্যকে বদলি করা হয়।
আরও পড়ুনঃ মুসলিমদের নিশানা করে হিংস্রতা বন্ধ করুন,ভারতে বলল ইরান
আন্দোলনকারীদের দাবি বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্যেই সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে ডি গ্রুপের এক কর্মচারীকে বদলি করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।
বিজেপি প্রভাবিত এই কর্মচারী সংগঠনের নেতাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা বার বার তার সাথে কথা বলতে চাইলে তিনি আমদের কথা শোনার প্রয়োজন বোধ করছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584