নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই বছর মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট নিয়ে আরো বেশি কড়া মনোভাব নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষাপর্ষদ।
ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষার জন্য এই বছরই প্রথম আলাদা ইনভিজিলেটর নিয়োগ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার প্রত্যেক হলে একজন করে ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষা করার জন্য ইনভিজিলেটর নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ দুঃসাহসিক চুরি ইলেকট্রনিক্সের দোকানে, চাঞ্চল্য এলাকায়
মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তিন জেলার বৈঠকের পর ফালাকাটাতে এই বিষয়ে পর্ষদের সিদ্ধান্ত জানিয়ে দেন পর্ষদ কর্তারা। উল্লেখ্য আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সদস্যরা বৈঠক করেন।
ফালাকাটা কম্যুনিটি হলে এই বৈঠক হয়। বৈঠকে তিন জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের প্রতিনিধি, স্বাস্থ্য, দমকল বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কোচবিহারে শব্দদূষণ রোধে অভিযান, আটক ৫ গাড়ি
বৈঠকে তিন জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিন ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের আলিপুরদুয়ার জেলার কনভেনর ভাস্কর মজুমদার বলেন, “এই বছরই মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা করার জন্য সম্পূর্ণ আলাদা ভাবে একজন ইনভিজিলেটর নিয়োগ হচ্ছে। পরীক্ষার প্রত্যেক হলে এই ইনভিজিলেটর থাকবেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট দুই-একজন ছাড়া কাউকেই মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।”
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য যাবতীয় বিষয় নিয়ে মঙ্গলবার এ বৈঠকে আলোচনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584