শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পুজোর মুখে ফের সুস্থতাকে কমিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পুজোয় ঠাকুর দেখা নিয়ে একাধিক কোভিড নির্দেশাবলী দেওয়া হলেও তা প্রয়োগের জন্য সেভাবে সরকারি তরফে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ধরনের দায়সারা মনোভাব প্রাণঘাতী হতে পারে বহু মানুষের।
সেই কারণে কলকাতা চিকিৎসক সংগঠনের তরফে এবার চিঠি পাঠানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠি পাঠিয়েছে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম।
আরও পড়ুনঃ মেদিনীপুরে আটমাসের শিশু কন্যাকে বিক্রির অভিযোগ বাবা-মা বিরুদ্ধে
সেই চিঠিতে ডাক্তারবাবুরা বলেছেন দুর্গাপুজোয় কড়া বিধিনিষেধ জারি করুন। নাহলে বাংলায় পুজোর পরে করোনা সংক্রমণের সুনামি বইবে। আর তা হলে রাজ্যের হাসপাতালেও অত বেড মিলবে না। ইতিমধ্যেই হাসপাতালের বেড ৩৮ শতাংশের বেশি ভর্তি।
স্বাস্থ্য দফতরের অন্যতম পরামর্শদাতা তথা কোভিড-১৯ বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য ডাক্তার বিআর সতপতি বলেছেন, আমরা সরকারকে বলেছি, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিতে।
আরও পড়ুনঃ ভিনরাজ্যের সুপারি কিলার ভাড়া করে খুন মণীশ! দাবি সিআইডির
কেরল ও স্পেনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ওনম উৎসবে কড়াকড়ি শিথিল করেছিল কেরল সরকার। তারপর দক্ষিণের রাজ্যটিতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। স্পেনে ফুটবল ম্যাচে দর্শক ঢুকতে দিয়ে একই বিপত্তি ঘটেছে। বাংলায় তেমন যেন না হয়। মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পর থেকে বাংলায় সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এটা সংকেত। এখন থেকেই দুর্গাপুজো নিয়ে সতর্ক হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584