মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সংযোগ অভিযান কর্মসূচি করা হল তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের জালধোওয়া ১ নং এফ পি স্কুল ময়দানে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিও ভগীরথ হালদার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সচিব দোলেন ঠাকুর, গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান মদন বর্মন সহ অন্যান্য সরকারি আধিকারিক ও জন প্রতিনিধিরা।
এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এদিন জালধোওয়া এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন দফতর নিয়ে গ্রামীণ মানুষদের পরিষেবা দেওয়া হয়।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে প্রাইভেট টিউটর-স্কুল শিক্ষকদের আলোচনা চক্র
বিডিও বলেন,প্রত্যন্ত এলাকার মানুষেরা বেশির ভাগ সময়ে সরকারি কাজে দফতরের কাজে উপস্থিত হতে পারে না। তাঁদের পরিষেবা দিতে এধরণের উদ্যোগ।
একই রকম ভাবে দিনহাটার ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম বালাডাঙাতেও সরকারি উদ্যোগে এই সংযোগ কর্মসূচি হয়। এছাড়াও সংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে একটি বিশেষ শিবির হয় শীতলখুচি ব্লকের খলিসামারিতে বলে জানান কোচবিহারের জেলাশাসক পবন কার্ডিয়ান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584