ভোটের মুখে সেস ছাড়, পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রণে মাস্টার স্ট্রোক রাজ্যের

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

petrol pump | newsfront.co

বিজেপির অস্বস্তি বাড়িয়ে ভোটের মুখে বড় ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্রর। লাগামছাড়া মূল্যবৃদ্ধি থেকে আম জনতাকে স্বস্তি দিতে পেট্রোপণ্যের উপর শুল্ক কিছুটা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, “সাধারণ মানুষের কথা মাথায় রেখে পেট্রল ও ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো সেস এক টাকা করে কমানো হবে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভোটের মুখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ পদক্ষেপ পেট্রোপণ্যের এই দাম কমানো, বলছেন বিশেষজ্ঞরা।

লাগাতার দৈনিক পেট্রোল-ডিজেলের দামের ঊর্ধগতি দেখে আশংকা করা হচ্ছিল, পেট্রোল লিটার প্রতি ১০০ টাকা হবে। আশংকা সত্যি করে রাজস্থানে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। দিল্লিতে ৯০ ছুঁয়েছে। মুম্বইয়ে ৯৬ টাকা লিটার পিছু। কলকাতাতেও ৯০ টাকা ছাড়িয়েছে প্রতি লিটার পেট্রলের দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে দেশজুড়ে সমালোচনার মুখে কেন্দ্র।

আরও পড়ুনঃ সফরের আগে বাংলা নিয়ে হোম ওয়ার্ক মোদীর

সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে উদ্বেগের কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার তিনি জানান, দাম কমাতে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্র আলোচনায় বসতে চায়। পেট্রোল ডিজেলের উপর কেন্দ্রের ট্যাক্স বসে বেস প্রাইসের উপর। এরপর রাজ্যের ট্যাক্স বা ভ্যাট বসে বেস প্রাইস, কেন্দ্রের ট্যাক্স ও ডিলারের কমিশন যোগ হওয়ার পরে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের ট্যাক্স কিছুটা কমলেও তার প্রভাবে রাজ্যগুলিও কিছুটা স্বস্তিদায়ক জায়গায় পৌঁছবে অংকের নিয়মেই। যদিও কেন্দ্রের তরফে তেমন কোন আভাস এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ইতালির ফ্যাসিবাদ বিরোধী গানের গায়কীতে বিজেপির ভোট রাজনীতি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, “এটি অত্য ন্ত উদ্বেগের বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যরগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্যচ পেট্রোপণ্যের দাম যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।“ পাশাপাশি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার থেকেই পথে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে পেট্রল-ডিজেলের দাম এক টাকা কমানোর সিদ্ধান্ত ভোটের মুখে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here