রাজ্যপাল এসেছেন, সেই নিরাপত্তায় মন নেই?- প্রকাশ্যে কমিশনারকে ভর্ৎসনা ধনকড়ের

0
74

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাজ্যপালের ব্যবহারে ক্ষুণ্ণ হলেন আপামর পুলিশ বাহিনী। বৃহস্পতিবার গান্ধিজির মৃত্যু দিবসে গান্ধিজিকে শ্রদ্ধা জানাতে ব্যারাকপুর গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই অনুষ্ঠান চলাকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সামনের সারিতে বসে খবরের কাগজ পড়তে দেখেন তিনি।

west bengal governor jagdeep dhankhar insult to police commissioner | newsfront.co
চিত্র সৌজন্যঃ জি নিউজ

অনুষ্ঠান শেষে বেরনোর সময় এই নিয়ে তিনি তুমুল ভর্ৎসনা করেন মনোজ ভার্মাকে। বলেন, অনুষ্ঠানে এসে সামনের সারিতে বসে খবরের কাগজ পড়ছেন আপনি? রাজ্যপাল এসেছেন, সেই নিরাপত্তায় মন নেই? আপনি এরকম করলে আপনাকে দেখে লোকে কী শিখবে! উর্দির অপমান করছেন আপনি।

আরও পড়ুনঃ স্ত্রী-শিশুকন্যাকে হত্যা করে কবর দেওয়ার অভিযোগ, পলাতক অভিযুক্ত

রাজ্যপালের এই প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া এসেছে আইপিএস মহল থেকে। এক বরিষ্ঠ আধিকারিক নবান্নে জানান, এই ধরনের কথা জনসমক্ষে বলা রাজ্যপালের একদমই উচিত হয়নি।

এতে আপামর পুলিশ বাহিনীর মনোবল ধাক্কা খেতে পারে। তিনি বলেন, রাজ্যপালের যদি কোনও বক্তব্য থাকত, তাহলে তিনি স্বরাষ্ট্রসচিবকে আলাদা করে একথা জানাতে পারতেন। তবে তার জন্য উর্দিধারী পুলিশকে অপমান করা তার উচিত হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here