নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামী শুক্রবার আলিপুরদুয়ারে আসতে পারেন রাজ্যপাল জগদ্বীপ ধনকর। হেলিকপ্টারে করে তার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নামার কথা। পরে সেখান থেকে সড়ক পথে আলিপুরদুয়ার শহর লাগোয়া বিন্দিপাড়াতে শহীদ বিপুল রায়ের বাড়িতে যাওয়ার কথা রাজ্যপালের।
বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করার কথা রাজ্যপালের। যদিও রাজ্যপালের এই সফর নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এর আগেও দুবার বিপুল রায়ের বাড়িতে আসতে চেয়েছিলেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ কোভিডে আক্রান্ত মেডিক্যালের ৩৮ চিকিৎসক, পরিষেবা সচল রাখতে চিঠি স্বাস্থ্য ভবনে
আরও পড়ুনঃ অতিদীর্ঘ পায়ের জন্য বিশ্বসেরার শিরোপা পেল মার্কিন তরুণী
কিন্তু দুবারই তার সফর বাতিল হয়। বুধবার রাজ্যপালের সফরের আগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হ্যালিপ্যাডে দুবার হেলিকপ্টার নেমে মহড়া দিয়েছে। মাঠের উপর দিয়ে আকাশে বার বার চক্কর খেয়েছে হেলিকপ্টার। সেনা জওয়ানরা দিন রাত প্যারেড গ্রাউন্ড পাহাড়া দিতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584