হুহু করে বাড়ছে পজেটিভের সংখ্যা, পথ চলতিদের আটকে করোনা টেস্ট কোচবিহারে

0
46

মনিরুল হক, কোচবিহারঃ

local public | newsfront.co
নিজস্ব চিত্র

একদিকে যেমন বাড়ছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা তেমনি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা পজেটিভ হওয়ার সংখ্যা। আজ কোচবিহারে একদিনে ১৮৭ জন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এরমধ্যে কোচবিহার সদর মহকুমায় ৭৯ জন, মাথাভাঙায় ৫৮ জন, দিনহাটায় ২১ জন, তুফানগঞ্জে ১৬ জন, মেখলিগঞ্জে ১৩ জন করোনা পজেটিভ হয়েছেন। এদিন করোনা মুক্ত হয়েছেন ৯১ জন।

এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পাড় করে দিল। মোট আক্রান্তের সংখ্যা ৩১০৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১৪০ জন। এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে রয়েছেন ৯৬৫ জন। এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

corona testing | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ একদিনে ঝাড়গ্রাম জেলায় নতুন করে ১২ জনের করোনা পজেটিভের হদিশ

এদিকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর গত কয়েকদিন ধরে করোনা পরীক্ষা ব্যাপক ভাবে বাড়িয়ে দিয়েছেন। প্রায় প্রতিদিনই ৪ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হচ্ছে। এদিনও কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে পথ চলতি মানুষদের আটকে করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রশাসন চাইছে, এখনও পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে রয়েছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আলাদা করে দেওয়া, যাতে আর এই মারণ ভাইরাস সেভাবে ছড়িয়ে পড়তে না পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here