দুষ্কৃতিকারীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী

0
139

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

tmc leader | newsfront.co
ফাইল চিত্র

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত হয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

car | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ নিমতিতা স্টেশনে পৌঁছান জঙ্গীপুরের বিধায়ক। কনভয় ছেড়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতিকারীরা। গুরুতর আহত মন্ত্রীকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে জানা যায়, গুরুতর আহত জাকির হোসেনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমার আঘাতে তাঁর কয়েকজন সঙ্গীও আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ভবানীপুর নয়, একমাত্র নন্দীগ্রাম কেন্দ্র থেকেই প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাকির হোসেনের রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি মুর্শিদাবাদ জেলার নাম করা ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে তাঁকে আক্রমণ করল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here