পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং কলকাতায়

0
623

নিজস্ব প্রতিবেদক,নিউজ ফ্রন্ট,কলকাতা,২৫অক্টোবর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের জোরদার তৎপরতা দেখা যাচ্ছে।রাজ্যের বিরোধী দল জাতীয় কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করতে সাংগঠনিক কাঠামো মজবুত করার বিষয়ে নজর দিচ্ছে।বিশেষত দলের যুব শাখাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।এই লক্ষ্য সামনে রেখে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসকে।তার পরিপ্রেক্ষিতে গতকাল কলকাতায় দলের রাজ্য সদর দপ্তর বিধান ভবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রদেশ যুব কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং।

বক্তব্য রাখছেন প্রদেশ যুব সভাপতি আলবেরুনী জুলকারনাইন

উক্ত সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব কংগ্রেসের সম্পাদক তৌকির আলাম, রাজ্য যুব কংগ্রেসের সভাপতি আলবেরুনি গুলাম মোহাম্মদ জুলকারনাইন, রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ পুইতুন্দি প্রমুখ।সভায় হাজির ছিলেন রাজের সমস্ত লোকসভা যুব কংগ্রেস ও বিধান সভা যুব কংগ্রেসের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।মালদা জেলা থেকে উপস্থিত ছিলেন উত্তর মালদা যুব সাধারণ সম্পাদক শেহেনাজ হোসেন। যুব নেতৃত্বগন জানিয়েছেন সামনে পঞ্চায়েত নির্বাচন, এই সময়ই সংগঠনকে মজবুত করে লড়াইয়ের ময়দানে নামতে হবে।এছাড়াও আগামী কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচোনা করা হয়। নেতৃবৃন্দ যুব কংগ্রেস সমাজকে উজ্জীবিত করার অনুপ্রেরণা দেন এবং বিপদে আপদে মানুষ এর পাশে থাকার নির্দেশ দেন।রাজ্যে ও কেন্দ্রের শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই এর প্রস্তুতি নিতে হবে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।

উপস্থিত যুব নেতৃবৃন্দ

এই প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আলবেরুনি জুলকারনাইন বলেন-যুব কংগ্রেস কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতি জনগণের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর।নোটবন্দির বছর পূর্তি ও কর্মসংস্থানের দাবিতে আগামী ৮ই নভেম্বর রাজ্যজুড়ে কালা দিবস পালন করা হবে।প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেস জেলায় জেলায় নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে।এছাড়াও কংগ্রেসের উদ্দ্যোগে আগামী ২৩শে ডিসেম্বর কলকাতায় পঞ্চায়েতিরাজ সম্মেলন অনুষ্ঠিত হবে।উক্ত সম্মেলন সফল করতে প্রদেশ যুব কংগ্রেস রাজ্যজুড়ে কর্ম তৎপরতা চালাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here