বেঙ্গল বঙ্গাল নয় পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলা

0
71

নিউজডেস্ক,কলকাতাঃ
আর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ নয় রাজ্যের একটি নাম ‘বাংলা’।আজ রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছে।মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত বিধায়কদের উদ্দেশ্যে বলেন,”দু’বছর আগে আমরা সর্বসম্মত হয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম,তিনটি ভাষায় রাজ্যের নাম হোক।কিন্তু ওরা রাজি হয় নি।আমরা অনেকবার অনুরোধ করেছি কিন্তু কেন্দ্র বলেছিল একটি ভাষাতেই হোক।তাই আজ সর্বসম্মত ভাবে রাজ্যের একটাই নাম করতে চাই ‘বাংলা’।বাংলা থেকেই শুরু হোক বাংলা।”মুখ্যমন্ত্রীর এই প্রস্তবে বিরোধীদের আপত্তি না থাকায় রাজ্যের নাম বাংলা হতে এখন শুধু কেন্দ্রিয় অনুমোদনের অপেক্ষা।
২০১৬’র ২ আগষ্ট রাজ্য মন্ত্রীসভায় প্রস্তাব পাশ হয়েছিল রাজ্যের নাম তিনটি ভাষায় হবে বাংলা,বেঙ্গল এবং বঙ্গাল।তিন ভাষায় রাজ্যের নাম নিয়ে বিরোধীরা আপত্তি তোলেন।সিপিএম নেতা সুজন চক্রবর্তী সে সময় প্রশ্ন তোলেন,একই রাজ্যের নাম তিনটি হয় কি করে?তিনি যুক্তি দেখিয়েছিলেন,”আমি বাংলায় সুজন বলে ইংরেজিতে তো গুডম্যান চক্রবর্তী লিখি না।বেচারাম মান্নাকে কেউ ইংরেজিতে সেলস্ ম্যান মান্না বলেন না।”কিন্তু মমতা সে যুক্তি মানেন নি।বামেদের আনা সংশোধনী ১৮৯-৩১ ভোটে খারিজ হয়ে যায়।আর মূল প্রস্তাব পাশের সময় কংগ্রেস ওয়াক আউট করে।সেই অর্থে ২৯৪ জনের বিধানসভায় সর্বসম্মতিক্রমে তিন ভাষায় রাজ্যের নামের প্রস্তাব পাশ হয়নি।সেখান থেকে অনুমোদনের জন্য প্রস্তাব যায় স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু তারাও ফেরত পাঠিয়ে দেয় দেয় একটি নামেই করতে হবে জানিয়ে।সেই মতই আজ বিধানসভায় একটি নামেই প্রস্তাব গৃহীত হয়।
রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার জন্য ১৯৯৯’র ২০ জুলাই প্রস্তাব এসেছিল বিধানসভায়।আলোচনার মাধ্যমে ঠিক হয় পশ্চিমবঙ্গের চেয়ে ‘বাংলা’ নামটি বেশী গ্রহণযোগ্য, সহমতের ভিত্তিতে তৎকালীন শাসক বাম ও বিরোধী কংগ্রেস-তৃণমূলের তরফে সংশোধনী আনা হয়।তার প্রায় সতেরো বছর পর উদ্যোগী হন নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।২০১১ তৃণমূল ক্ষমতাই আসার পরেই নাম বদল করতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই উদ্যোগেও ভাটা পড়ে,২০১৬ ই জিতে এসেই ফের তিনি নাম বদলে উৎসাহী হন তবে তিন ভাষাতেই এই বদল চেয়েছিলেন।কিন্তু তা সফল না হওয়ায় অবশেষে এক ভাষাতেই এক নামে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল হতে চলেছে ‘বাংলা’।অপেক্ষা শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here