বাংলায় আমপানের ক্ষতিপূরণ বাবদ ২,৭০৭ কোটি টাকার অর্থ সাহায্য কেন্দ্রের

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আমপান বিধ্বস্ত বাংলার জন্য অবশেষে দ্বিতীয় দফার আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এক উচ্চস্তরীয় বৈঠক শেষে দুর্যোগ মোকাবিলায় মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

Amphan cyclone | newsfront.co
ফাইল চিত্র

এই ৬ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই। আমপানের ক্ষতিপূরণ বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা। এর আগে আমপানের ভয়াবহতা সরেজমিনে দেখতে এসে গত ২২ মে বাংলাকে এক হাজার কোটি টাকার আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশাকে দেওয়া হয়েছিল ৫০০ কোটি টাকা। এবার ওড়িশার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১২৮ কোটি টাকা।

আরও পড়ুনঃ আসানসোলে ৪ জনকে পিটিয়ে খুন, পুলিশের জালে অভিযুক্ত

অন্যদিকে, ঘূর্ণিঝড় নিসর্গ ছাড়াও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে মহারাষ্ট্রকে প্রায় ২৬৮ কোটি, বন্যা মোকাবিলায় কর্ণাটককে প্রায় ৫৭৭ কোটি, মধ্যপ্রদেশকে প্রায় ৬১১ কোটি এবং সিকিমকে প্রায় ৮৭ কোটি টাকা দেওয়া হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here