ফেতাই এর দাপটে কাঁপছে পশ্চিম মেদিনীপুর

0
58

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

west midnapore trembles on Fede's side

ফেতাই এর দাপটে জেলায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকেই।বিকালের পর সামান্য কমলেও সারারাত চলল অবিশ্রান্ত বৃষ্টি। মঙ্গলবার সকালেও বিরাম নেই বৃষ্টির।অার এতেই কনকনে শীতের আভাস মিলল জেলায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ‍২২° সেন্টিগ্রেড ও সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৭°সেন্টিগ্রেড।মঙ্গলবার তাপমাত্রা নামতে পারে আরও নীচে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯°সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩° সেন্টিগ্রেড। তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমতে পারে,এমনটাই আশার আলো শুনিয়েছে আবহাওয়া দফতর।ফেতাই এর কাঁধে চড়ে যে শীত আগত তা বলাই বাহুল্য।রাতের দিকে তাপমাত্রা নামতেই চলছে আগুন পোহানোর পালা।

আরও পড়ুন: গ্রন্থাগারমন্ত্রীর নির্বাচনী এলাকায় বন্ধের মুখে গ্রন্থাগার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here