রাজ্যের বহু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিদায় বেলায় ভেল্কি দেখাচ্ছে শীত। কয়েকদিন আগেই তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। কিন্তু গত তিন-চারদিন ধরে ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ফের ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। এবার আবার রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহের সতর্কতা। শহর কলকাতাতেও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

Westbengal winter | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের ৪ জেলায় অতি ঘন কুয়াশার দাপট। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের চার জেলায় এবং দক্ষিণবঙ্গের ১২ জেলায় শৈত্যপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গে কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। বাকি ১২ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সর্তকতা।

আরও পড়ুনঃ নজিরবিহীনভাবে রাজ্যের ৩ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

আগামীকাল বুধবার থেকে উত্তরবঙ্গ এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।

আরও পড়ুনঃ স্বভূমিতে বন্দিদশার জীবন কাটাচ্ছে জলঙ্গীর চরবাসীরা

আজ কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট। মালদা সহ দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শৈত্যপ্রবাহের সর্তকতা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here