মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
সোমবার থেকে ভারী বর্ষণে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ৪১.৭ মিলিমিটার। লক্ষ্মীপুজোতেও বৃষ্টি থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন প্রবল বৃষ্টি হলেও বুধবারের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও জলপাইগুড়িতেও। এদিকে, বুধবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমবে বৃষ্টির পরিমাণ। তবে বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অতি বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি কেরলে, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর প্রভাবেই বুধবার পর্যন্ত বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584