নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোবে। এর প্রভাবেই আগামী রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রবল বর্ষণে ভিজবে গোটা রাজ্য।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়।
আরও পড়ুনঃ ২১ সেপ্টেম্বর থেকে খুলবে না পশ্চিমবঙ্গের আইসিএসই স্কুলগুলি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুনঃ কাজ হারানো গ্রাহকদের আবেদন জমা দেওয়ার নির্দেশ ইএসআইয়ের
জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা , দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে রাজ্যে বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর।
রবিবার সন্ধ্যের পর থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাঝসমুদ্রে যাঁরা রয়েছেন, তাঁদের রবিবার বিকেলের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584