নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২০ সালের নোবেলে শান্তি পুরস্কারের জন্য জাতিসংঘের শাখা সংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নাম ঘোষণা করল নোবেল কমিটি। এরফলে ২৫তম বার কোনো ব্যক্তি নয়, একটি সংগঠনের হাতে শান্তির জন্য নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

মনোনীত এই সংগঠনটি যে ভাবে সমগ্র বিশ্ব জুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে ও খাদ্য সুরক্ষা গড়ে তোলার জন্য কাজ করছে, তার স্বীকৃতি দিল নোবেল কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামও পাঠানো হয়েছিল।
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2020 Nobel Peace Prize to the World Food Programme (WFP).#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/fjnKfXjE3E— The Nobel Prize (@NobelPrize) October 9, 2020
কমিটির তরফে জানানো হয়েছে, ”এই পুরস্কার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দিয়ে আমরা মানুষের দৃষ্টি কোটি কোটি অভুক্তের দিকে ফেরাতে চাই, যাঁরা ক্ষুধার্ত।”
২০১৯ সালে এই সংগঠন ৮৮টি দেশের ১০ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে, যাঁরা ক্ষুধা ও খাদ্য অসুরক্ষার শিকার। করোনার ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। তাই এই সময়েও তাঁরা রীতিমতো সক্রিয়। নোবেল কমিটিও মনে করে, খাদ্য অ-সুরক্ষা অনেক সংঘাতের মূলে।
আরও পড়ুনঃ সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন কবি
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মুখপাত্র টমসন ফিরি জেনিভাতে বলেছেন, ”এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। এই বছর আমরা আমাদের কর্তব্যের অতিরিক্ত করার চেষ্টা করেছি। করোনা অতিমারির সময় অতিরিক্ত কাজ করেছি। যখন বিশ্বের অধিকাংশ বিমান পরিষেবা থেমে গেছিল, তখন খাবার ভর্তি আমাদের বিমান চালু ছিল।”
আরও পড়ুনঃ বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেন! ফিনসেন ফাইলস রিপোর্টে ২৮ ভারতীয় ব্যাঙ্কের নাম
সংগঠনের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, এই পুরস্কার মনে করিয়ে দিলো, ক্ষিদে শূণ্যতা ও শান্তি হাত ধরাধরি করে চলে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জন্ম ১৯৬২-তে, জাতিসংঘের পরিকাঠামোর মধ্যে থেকে মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করার জন্য।
তাদের প্রথম প্রয়াস ছিল ভূমিকম্প-বিধ্বস্ত উত্তর ইরানে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। এখন এই সংগঠনের সঙ্গে ১৭ হাজার কর্মী জড়িত, তাঁরা মূলত সেই সব দেশে ছড়িয়ে, যেখানে মানুষ ক্ষুধার সঙ্গে লড়াই করছেন।১৯০১ সাল থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584