লকডাউনের ভবিষ্যৎ কি? প্রধানমন্ত্রীর বিবৃতি ঘিরে জল্পনা

0
50

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

সরকার যখন করোনা সংক্রমণ রুখতে মারিয়া হয়ে উঠেছেন তখন দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথাই ভাবছেন প্রধানমন্ত্রী। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। গতকাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে করেন তিনি।

Narendra Modi | newsfront.co
চিত্রঃ নরেন্দ্রমোদি.ইন

সেখানে তিনি বলেছেন, “আমি দৃঢ় দৃষ্টিভঙ্গিতেই মনে করছি যে লকডাউনের প্রথম পর্যায়ে যতটা কড়াকড়ির প্রয়োজন ছিল, ততটা দ্বিতীয় পর্যায়ে ছিল না এবং একইভাবে পরের মেয়াদেও তাই। সেভাবেই মনে করছি যে তৃতীয় পর্যায়ে যে বিধিনিষেধ আরোপ করা ছিল, চতুর্থ মেয়াদে অতটাও কড়াকড়ির প্রয়োজন হয়তো হবে না”।

আরও পড়ুনঃ বিশেষ ট্রেনের টিকিটে রেলের আয় ১৬ কোটি

লকডাউনের মেয়াদ চতুর্থ পর্যায়েও বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে মেয়াদ বাড়লেও সংক্রমণহীন এলাকাগুলোতে বিধিনিষেধ লঘু করা হবে। তবে বেশিরভাগ রাজ্যগুলি প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করেন যে, যে রেড জোনগুলি আছে সেটা উঠিয়ে তার পরিবর্তে সংক্রমণ প্রবণতা জায়গাগুলোতে কনন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয় সেই দিকে খেয়াল রাখতে। তাহলে অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু করা সম্ভব।

এদিন প্রধানমন্ত্রী বলেন যে, এই মহামারি যেভাবে চারপাশে ছড়িয়ে পড়ছে আমাদের দেশে তার একটা সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি কোথায় কোথায় সেটাও আমরা নির্ধারণ করতে পারছি, গত কয়েক সপ্তাহ ধরে, আধিকারিকরা জেলা ধরে ধরে এগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন।”

তবে এইদিন বৈঠক শেষে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ,একদিকে দোকান বাজার খুলতে বলছে আবার অন্যদিকে লক ডাউন বাড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here