পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভারতে এমন অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষ এখনো জানেন না ২৬ শে জানুয়ারির গুরুত্ব কি? এমন গ্রাম গুলির মধ্যে কয়েকটি গ্রাম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের নতুন ডাঙ্গি পূর্ব তরঙ্গপুর সিনতর, কাঁকড়া মোড়।এই সমস্ত এলাকার অনেক মানুষই জানে না যে প্রতি বছর ২৬শে জানুয়ারি কেন জাতীয় পতাকা তোলা হয়।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে শিক্ষামন্ত্রীর কম্বল বিতরণ
আজ সেই গ্রামের মানুষদের ২৬ জানুয়ারির গুরুত্ব বোঝাতে সেই গ্রামে আজ হাজির উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুররের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও শিক্ষিকারা ।
গ্রামে গিয়ে আজ তারাই গ্রামবাসীদের হাত দিয়ে জাতীয় পতাকা তুলে সেই গ্রামের মানুষদের আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন। তরঙ্গপুরের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সেই গ্রামে প্রজাতন্ত্র দিবসের উপর একটি করে পথনাটিকা ও নৃত্যানুষ্ঠান প্রদর্শন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584