টোটোন মন্ডল, কোলকাতাঃ-
আজ ইডেন গার্ডেনে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে কেকেআর ও রাজস্থান রয়্যালস।ঘরের মাঠে কিছুটা হলেও ফেভারিট হিসেবে শুরু করবে কেকেআর।তার উপরে শেষ দেখায় রাজস্থানকে হারিয়েও কিছুটা আত্মবিশ্বাসী দীনেশ কার্তিকের কেকেআর।অপরদিকে বেন স্টোকস ও ফর্মের তুঙ্গে থাকা জস বাটলারকে ছাড়াই নামতে হবে রাজস্থানকে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই ম্যাচটা যদি বৃষ্টি বা অন্য কারণে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে কী হবে? আইপিএলের নিয়ম বলছে, নকআউট পর্বের ম্যাচগুলো যদি কোনো কারণে পরিত্যক্ত হয়ে যায় তাহলে পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। পয়েন্ট সমান হলে জয়ী হবে রানরেটে এগিয়ে থাকা দল।
অর্থাৎ আজকের এলিমিনেটর ম্যাচ যদি পরিত্যক্ত হয় তবে বাদ পড়ে যাবে রাজস্থান রয়্যালস। শুধু এই ম্যাচ নয়, কোয়ালিফায়ার ম্যাচও যদি বৃষ্টি বা অন্য কারণে পরিত্যক্ত হয়, তবে জয়ী ঘোষণা করা হবে পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলকে।
(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584