নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
ইস্ক এফ এম-এর অনবদ্য নিবেদন ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। অভিনেত্রীরা এই অনুষ্ঠানে এসে গল্পে মেতে উঠছেন সঞ্চালিকা করিনা কাপুরের সঙ্গে। নিজেদের জীবনের অনেক না-বলা কথা তাঁরা বলছেন বেগম সাহেবাকে। উঠে আসছে তাঁদের জীবনের অনেক গোপন কথা। প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ সবই অতিথিরা বলছেন জোর গলায়।
আরও পড়ুনঃ এক সাধারণ মেয়ের ব্যতিক্রমী গল্প নিয়ে আসছে ‘ফিরকি’
এবারের অতিথি তাপসী পান্নু। ‘পিঙ্ক’ এবং ‘নাম শাবানা’ ছবিতে ছাপ ফেলেছেন তাপসী। করিনার ঘরে এসে কী বললেন তিনি? বললেন অনেক কিছুই। নিজের অভিনয়জীবনের কথা তো বললেনই, বললেন নিজের ইভটিজিং-এর কবলে পড়ার কাহিনিও।
আজকের দিনে মেয়েদের নিরাপিত্তার বড় অভাব। তাই নিজের রক্ষা নিজেকেই করতে হবে জানান অভিনেত্রী। আর তাই কী ভাবে নিজেকে রক্ষা করতে হবে তারও কিছু টিপস দিলেন তিনি। মন দিয়ে শুনলেন করিনা।
আরও পড়ুনঃ এগারো বছর পর মুক্ত ছত্রধর মাহাতো, খুশি পরিবার
নানা ধরনের বিষয় উঠে এল দুই অভিনেত্রীর কথোপকথনে। জানতে হলে পাড়ি দিতে পারেন ‘১০৪.৮ ইস্ক এফ এম’-এর ডিজিটাল প্ল্যাটফর্মে। সময় সোম থেকে শুক্র রাত ৮ টা এবং সকাল ১০ টা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584