নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিনকয়েক আগেই আনুষ্ঠানিকভাবে ইউপিআই পরিষেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার বড় ঘোষণা করল এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। বুধবার থেকেই ভারতে একাধিক ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক নেতৃত্বাধীন এই সংস্থা। অর্থাৎ হোয়াটসঅ্যাপ পে আগে চালু হয়েছিল ঠিকই। এবার ব্যাঙ্কিং পরিষেবা-সমেত লাইভ হল ভারতের ইউজারদের জন্য।
ফেসবুকের নিজস্ব এই মেসেজিং প্ল্যাটফর্মে ভারতে মোট ৪০০ মিলিয়ন ইউজার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ পে ইন্ডিয়ার প্রসার আরও বাড়াতে এবং আর্থিক লেনদেনের পরিষেবাকে আরও মজবুত করতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া,আইসিআইসিআই, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাচ্ছে হোয়াটসঅ্যাপ। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন হোয়াটসঅ্যাপের ভারতীয় শাখার প্রধান অভিজিৎ বসু।
আরও পড়ুনঃ মার্কিন মুলুকে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনায় দুঃখপ্রকাশ হোয়াইট হাউসের
তিনি বলেন, ‘ইউপিআই হল একটি বৈপ্লবিক পরিষেবা। আমরা ডিজিটাল অর্থনীতি এবং আর্থিক অন্তর্ভুক্তির সুবিধাগুলি একটি বিশাল সংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে চাই। যাদের কাছে এই সুবিধা আগে ছিল না, তাঁরা এবার থেকে অত্যন্ত উপকৃত হবেন এই হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584