টেকডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার হোয়াটসঅ্যাপে করোনা সংক্রান্ত ভুয়ো খবরের প্রচার রুখতে কড়া পদক্ষেপ হোয়াটস্যাপ কর্তৃপক্ষের। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের লেটেস্ট ভার্সন অনুযায়ী যে কোন মেসেজ একজনের বেশি কাউকে একবারে ফরওয়ার্ড করা যাবে না। আগে যে কোন মেসেজ একবারে একসাথে ৫ জনকে ফরোয়ার্ড করা যেত। কিন্তু হোয়াটসঅ্যাপ এর নতুন নিয়ম অনুযায়ী এখন তা পাঁচ থেকে কমে একেবারে একে।
তবে বারবার ফরওয়ার্ড করা হয়েছে এরকম মেসেজ এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য । এর সাথেই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ফরওয়ার্ডকৃত কোন মেসেজের তথ্য ভুল কিনা তা সার্চ করা যাচাই করা যাবে সরাসরি।
আরও পড়ুনঃ এসএমএস, এটিএম-এ রিচার্জের সুযোগ
ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনার মোকাবিলায় লকডাউন। এই পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী, হাতে অপার সময়। এই মুহূর্তে মোবাইল ফোনই মানুষের অবসর যাপনের অন্যতম প্রধান মাধ্যম।
তাই মোবাইল ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে করোনা সংক্রান্ত যে কোন খবর যাচাই না করেই ফরওয়ার্ড করছেন অনেকেই। ফলে বাড়ছে বিভ্রান্তি, ভুল খবরে আতঙ্কিত হচ্ছেন অনেকেই।হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে কোনো রকম ভুল বার্তা না পৌঁছোয় তাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের এই পদক্ষেপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584