গোপনীয়তা রক্ষায় প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের নয়া পরিবর্তন

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাদের গ্রাহকের গোপনীয়তা সংক্রান্ত শর্তাবলিতে, নতুন শর্তে গ্রাহককে বাধ্য করা হচ্ছে তাঁর ব্যক্তিগত তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে। টেসলা-র সিইও এলন মাস্ক সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন এই বিষয়ে। এমনকি তাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছেন এই অ্যাপের পরিবর্তে ‘সিগনাল’ বা ‘টেলিগ্রাম’ ব্যবহার করতে।

whatsapp | newsfront.co

যদিও, হোয়াটসঅ্যাপ সংস্থার এক কর্মী জানিয়েছেন এই পরিবর্তন আনা হচ্ছে একেবারেই ব্যবসায়িক কারণে। ফেসবুকের পরিকাঠামো ব্যবহার করে যাতে, হোয়াটসঅ্যাপের চ্যাট সঞ্চিত রাখা যায়। কিন্তু প্রশ্ন উঠছে হোয়াটসঅ্যাপ যেখানে গোপনীয়তা বিষয়টি উল্লেখ করে ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে তারা কিভাবে অন্য আরেকটি প্ল্যাটফর্মের কাছে গ্রাহকের তথ্য সঞ্চয় করে রাখতে পারে!

আরও পড়ুনঃ নয়া পলিসির জেরে বন্ধ হতে পারে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট

এছাড়াও জানা গিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইউকে-র হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন প্রযোজ্য হবে না, তবে সংস্থা এই কারণটি এখনও পর্যন্ত স্পষ্ট করেনি যে কেন এই বিভেদ। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই প্রাইভেসি পলিসিতে সম্মতি না দেন তাহলে তাঁরা আর এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। মাইক বুচার নামে আরও একজন বিশেষজ্ঞ ও একই মত পোষণ করে টুইট করেছেন। তাঁরও পরামর্শ হোয়াটসঅ্যাপ এর পরিবর্তে ব্যক্তিগত তথ্য গোপনীয়তার কারণে গ্রাহকদের সিগনাল বা টেলিগ্রাম এই দুটি মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করাই শ্রেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here