প্রতিষ্ঠাদিবসে ব্যাঙ্ক সচল রেখে রক্তদান শিবির

0
84

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মঙ্গলবার বহরমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের কাশিমবাজার শাখার প্রতিষ্ঠাদিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুর্শিদাবাদের ঐ শাখা সহ দেশব্যাপী এইদিন এলাহাবাদ ব্যঙ্কের ১৫৪ তম প্রতিষ্ঠাদিবস উদযাপিত হয়। প্রসঙ্গত দেশের স্বাধীনতার আগে থেকে দেশবাসীকে ব্যাঙ্কিং পরিসেবা দিয়ে আসছে এই রাষ্টায়ত্ত ব্যঙ্কটি।বহরমপুরে ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত ব্যাঙ্কের এই শাখায় দুইজন মহিলা ও ব্যাঙ্ক কর্মী সহ মোট ৪২জন এই দিন স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান শিবির। নিজস্ব চিত্র

ব্যঙ্ককর্মী অঞ্জন সরকারের স্ত্রী মৌমিতা সরকার এই প্রথম কোন রক্তদান শিবিরে অংশ নিয়েছিলেন। তাঁর কথায় “ব্যাঙ্কের এই জাতীয় সামাজিক উদ্যোগে সামিল হতে পেরে আনন্দ লাগছে।“ তবে এর মধ্যেও সারাদিন সচল ছিল ব্যাঙ্কিং পরিসেবা। যা দেখে অনেক আমানতকারী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ঐ দিন সন্ধ্যায় শাখা অফিসে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাজে পিছিয়ে পড়া শিশু  শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ ও ঐ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত  কর্মীদের সংবর্ধনা জানানো ও হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here