করোনা পরিস্থিতিতে আইসোলেশন, কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন কি, কখন দরকার?

0
171

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। ধনী থেকে গরিব, সেলিব্রিটি থেকে আমজনতা , যার যার শরীরে অলক্ষ্যে ঢুকে পড়ছে হয় তাকে মৃত্যুর মুখে পৌঁছে দিচ্ছে, না হলে নাস্তানাবুদ করে ছাড়ছে। এই পরিস্থিতিতে রবিবার ‘জনতা কারফিউ’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

corona ward | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কিন্তু তার অনেক আগে থেকেই চলছে আইসোলেশন, কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন পদ্ধতি। কিন্তু আসলে এগুলি কি, এগুলির মধ্যে সুক্ষ্ম পার্থক্যই বা কোথায়? আসুন জেনে নেওয়া যাক।

isolation | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আইসোলেশন: কারও শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেলে, লালারসের টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ হলে তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। আইসোলেশনের সময় চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে হাসপাতালে থাকতে হবে রোগীকে।

corona | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

অন্য রোগীদের কথা ভেবে হাসপাতালে আলাদা জায়গা তৈরি করা হয় এঁদের জন্য। অন্তত ১৪ দিনের মেয়াদে আইসোলেশন চলে। অসুখের গতিপ্রকৃতি দেখে তা বাড়ানোও হয়। সকলেই জানেন, এই ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি।

আরও পড়ুনঃ স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে স্কুলে প্রবেশ শিক্ষক ও পরীক্ষার্থীদের

তবে আক্রান্ত ব্যক্তিকে এই সময় কিছু অ্যান্টিভাইরাল ওষুধ এবং পথ্য দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাই এই ভাইরাসকে নির্মূল করতে পারে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আর ভাইরাসের প্রকোপ বেড়ে গেলে তখন পরিস্থিতি জটিল হয়ে যায়।

quarantine | newsfront.co
কোয়ারেন্টাইন। ছবিঃ প্রতিবেদক

কোয়ারেন্টাইন: করোনার জীবাণু শরীরে প্রবেশ করার পরে অন্তত সপ্তাহখানেক সে নিষ্ক্রিয় থাকে, কোনও উপসর্গ দেখা যায় না। তাই কোনও ব্যক্তি করোনা আক্রান্ত দেশ থেকে ঘুরে এলে বা রোগীর সংস্পর্শে এলে অন্য রোগী বা সংস্পর্শে থাকা মানুষজনের শরীরেও সংক্রমণ হতে পারে।

আরও পড়ুনঃ করোনা সম্পর্কিত সচেতনতা গড়তে ট্যাবলোর শুভ সূচনা জেলা শাসকের

quarantine | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

যেহেতু এটি সংক্রামক রোগ, তাই ছোঁয়াচেই বিপদের সম্ভাবনা বেশি। তবে যে কোন হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয় না। ব্যক্তিকে সরকারি কোনও কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন রাখা হয়। যেমন এখানে রাজারহাটে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসে করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

home quarantine | newsfront.co
হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে এভাবে সরকারি হাসপাতালের পক্ষ থেকে হাতে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়। ছবিঃ প্রতিবেদক

হোম কোয়ারেন্টাইন: কোনও ব্যক্তি যখন নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনের সব নিয়ম মেনে, বাইরের লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে আলাদা থাকেন, তখন তাকে হোম কোয়ারেন্টাইন বলে। কারোর নিজের শরীর বিন্দুমাত্র খারাপ মনে হলে এই পরিস্থিতিতে তিনি হোম কোয়ারেন্টাইন পন্থা অবলম্বন করতেই পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here