সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
আগুনে পুড়ে ভস্মীভূত নজরুল মার্কেটের দুটি দোকান।উস্থি থানার বাজারের ঘটনা। অভিযোগ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ফল ও মোয়ার দোকানে আগুন দেখে স্থানীয় দোকানদারেরা।তাদের তৎপরতায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।ফল বিক্রেতা গোবিন্দ মন্ডল ও মোয়া বিক্রেতা মুচা সেখের দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সত্তর হাজার টাকা।নিরাপত্তা রক্ষী সহ সিসিটিভি ফুটেজ না থাকায় এমন ঘটনা বলে অভিমত।ঘটনার পর আতঙ্কিত ব্যবসায়ীরা।চলতি বছরে সেপ্টেম্বরে এই বাজারের উদ্বোধন করেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।প্রতিশ্রুতি দিয়েছিলেন সিসিটিভির পাশাপাশি নিরাপত্তারক্ষী দেওয়া হবে।বাজার দেখাশোনার দায়িত্ব ছিল মগরাহাট একনম্বর পঞ্চায়েত সমিতির।পঞ্চান্নটি স্টল থেকে প্রতিদিন প্রতি স্টল থেকে দশ টাকা নেওয়া হয় কিন্তু নিরাপত্তার অভাবে আজ মাথায় আকাশ ভেঙে পরেছে ব্যবসায়ীদের।উস্থি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনা কিভাবে ঘটে উঠছে প্রশ্ন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু সবজি বিক্রেতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584