মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্বের অধিকাংশ দেশেই শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। জোরকদমে চলছে টিকা দেওয়ার কাজ। আমেরিকার মতো দেশে ইতিমধ্যে বুস্টার টিকা দেওয়াও শুরু হয়েছে। কিন্তু সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা সমান নয়। তাই যাঁদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের অতিরিক্ত কোভিড টিকা দেওয়ার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
সোমবার এক বিবৃতিতে হু প্রস্তাব দিয়েছে, যে যাঁদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের কোভিডের অতিরিক্ত একটি করে টিকা দেওয়া হোক। এই অতিরিক্ত কোভিড টিকা দেওয়ার জন্য মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার-এনবায়োটেক এবং অ্যাস্ট্রাজেনেকার মতো বেশ কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে হু।
আরও পড়ুনঃ রাজনৈতিক বাছবিচার করে মানবাধিকারকে দেখা উচিত নয়ঃ প্রধানমন্ত্রী
এই টিকাগুলি যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, শুধুমাত্র তাঁদেরই অতিরিক্ত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584