করোনায় সাফল্য, পূর্ব মেদিনীপুরে ‘হু’

0
42

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক প্রতিনিধি দল এল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক প্রতিনিধি দল পাঁশকুড়া থানার মেচগ্রামের করোনা হাসপাতাল পরিদর্শনে এলেন সোমবার।

WHO officals | newsfront.co
নিজস্ব চিত্র

ওই হাসপাতালে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সমস্ত করোনা পজিটিভ রোগীর চিকিৎসা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।এরই মধ্যে করোনা চিকিৎসায় ওই হাসপাতালের সাফল্য স্বাস্থ্যভবনের কর্তাদের নজরে এসেছে। তাই এই হাসপাতাল পরিদর্শনে এসেছে হু -র এক প্রতিনিধি দল।

WHO officals | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হটস্পট হিসেবে চিহ্নিত মেদিনীপুরকে জীবাণু মুক্ত করতে স্যানিটাইজ দমকলের

জানা গিয়েছে,গত ৩ এপ্রিল মেচগ্রামে বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল করোনা হাসপাতাল হিসেবে চালু হয়। এরই মধ্যে করোনা চিকিৎসায় ওই হাসপাতালের সাফল্য স্বাস্থ্যভবনের কর্তাদের নজরে এসেছে। এখনও পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১০ জন। চিকিৎসাধীন চারজনও সুস্থ হওয়ার পথে। দু’-একদিনের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে এমনটাই জেলা স্বাস্থ্য দফতর থেকে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here