নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সমগ্র বিশ্বে এখনও করোনার দাপট অব্যাহত। মিলেছে নয়া স্ট্রেনের সন্ধানও। ইতিমধ্যেই করোনাভাইরাস মহামারির তাণ্ডবের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে। তবে এই ভয়ঙ্কর ভাইরাসের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
এই রোগটি প্রথম শনাক্ত হয়েছিল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। তাই সেখান থেকেই এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হয়। আসলে সেখান থেকেই করোনার উৎপত্তি হয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চালাতে উহান পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিজ্ঞানী।
এর আগে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস অভিযোগ করে বলেন, করোনার উৎসের সন্ধানে উহানে যেতে চাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের প্রবেশের অনুমতি দেয়নি চীন।
আরও পড়ুনঃ ফেসবুক-টুইটারের পর এবার বন্ধ হল ট্রাম্পের ইউটিউব চ্যানেলও
এক্ষেত্রে চীনের অসহযোগীতার অভিযোগ আনেন তিনি। তবে এরপরই চীন দাবি করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের উহান যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত। এরপরই চীনে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ স্পেনের তাপমাত্রা নামল হিমাঙ্কের ২৫ ডিগ্রি নিচে, তুষারপাতের জেরে মৃত্যু ৭ জনের
আজ, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিনিধি দল মধ্য চীনের অন্যতম শহর উহানে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) সূত্রে এখবর দিয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলকে করোনার উৎস অনুসন্ধানের আগে মহামারি প্রতিরোধে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584