মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনায় ত্রস্ত পৃথিবী। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। প্রত্যহ বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতিতে পর্যাপ্ত কিটও পাওয়া যাচ্ছে না। চড়া দামে কিনতে হচ্ছে করোনার কিট। তবে এবার আর বেশি দাম দিয়ে করোনা কিট কিনতে হবে না। বাংলাতেই তৈরি হল সস্তার কিট।
দক্ষিণ ২৪ পরগনার একটি বায়োটেক সংস্থা বিশ্বের সবচেয়ে সস্তা কিট তৈরি করেছে। মাত্র ৫০০ টাকা দামের সেই কিট ৯০ মিনিটের মধ্যে বলে দেয় কোনও ব্যক্তির শরীরে কোভিড-১৯ আছে কি না। শনিবার রাজ্যের সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরীক্ষায় বাংলার তৈরি এই কিট চেয়ে পাঠাল হু।
আরও পড়ুনঃ আটটি ট্রেনে রাজ্যে ফিরছে ৩০হাজার শ্রমিক
রবিবার প্রথম ধাপে ১০০০ কিট যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে। এই কিট তৈরি করতে মাত্র দুমাস সময় লেগেছে। এত কম সময়ে ও কম খরচায় কিট তৈরি করেছে বাংলার মানুষ। এই খবর পাওয়া মাত্রই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কিটের ভিতরে থাকা কোনও কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে হয়নি। সমস্ত সামগ্রী বাংলার গবেষণাগারে তৈরি করা হয়েছে। সেই কারণেই এত কমদামে পরীক্ষা করা সম্ভব হচ্ছে বল জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য। বাংলার তৈরি এই সস্তার কিটে কতটা স্বস্তি মেলে সেটাই এখন দেখার বিষয়। করোনা মোকাবিলায় এই কিট গ্রহণযোগ্য কিনা তা জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584